দুঃখ সুখে । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

দুঃখ সুখে দেহীফারুক,
বইয়া চলি।
প্রাণ নামেরী সুখ পাখিটার,
আমার কে দিলো বুলী।

কেও বা ভাবে ঘাটের মরা,
কেউ সুখে পাই বসুন্ধরা।
কেউবা আবার জুড়াই নয়ণ,
খেলে খেলা প্রেমো হলী।

হইবা কারো মাথার পুড়া,
নই খুজে পাই প্রাণের শুরা।
গাইয়া কাহার ভরাই পরাণ,
গেথে কথা গীতিকবি।

কইবা তারে আমার কথা,
এই হলো মোর বাউলা দশা।
কইবা তাহার ডরাই মহীম,
কেঁদে পড়ে যায় ঢুলী।

2 thoughts on “দুঃখ সুখে । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

Leave a Reply