বিধর্মী। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

এমনি করে যায় কি বলো মানা,
অন্তর জুড়িয়া প্রেমে ফানা।
অধর্মের কাছে বিধর্মী হলাম,
তোমার তাওতো আছে জানা।

ভাবনা সে কার আমার পাটার তলে হাত,
খবিস মুয়াবিয়ার হাদীস দিয়া পাশ।
নারদ জনার গলাবাজি মিথ্যাতে পাইয়া কাজী,
ভিকটিমে দাগিছো ধর্মে হানা।

কল্পনা গল্প কথা পাথর আসুয়াদ,
খতিব মুয়াল্লেকার সেজদা জিয়ারাত।
মাজুজ পালের কোলাকুলি হত্যাতে হইয়া হাজী,
পিকনিকে খাহিছো গরম খানা।

কালনা কলীর এবার জীবন ধারাপাত,
নসীব মুসলিমীনার আরব খিলাফত।
দেহীফারুক বঙ্গবাসী কোন দিন যাইবো বুঝী,
মিসকিনে মাতিছো মরম কানা।

Leave a Reply