ও নন্দ বলো বলো আমায় বলো,
তুমি ছাড়া আর কার বাসবো ভালো।
আধার পৃথিবীতে আলোর দীপালিতে,
প্রাণে ভরা বিশ্ব মোর প্রাণো।
কিছুই ছিলো না বটে,
সবী হলো ঘটে পটে।
অসীমতার অসীমে বিশালতার জমীনে,
জ্বেলে দিয়ে এক সে আলো।
মরার জীবনী দিলে,
অচেনা হে কাছে এলে।
ক্রমিকার চয়ণে সফলতার করণে,
অনায়াসে আনলে ভালো।
দেহীফারুক গীতিতে,
সূধা স্বর প্রীতিতে।
অঞ্জলীর চরণে বিধ্বাতার ব,
ঘুচে গেলো দুরের কালো
