তোমার চাওয়াতে পাপছিলো,
অপর বিনাশীর সাধ ছিলো।
জাতের খুয়াড়ে যুদ্ধে মরদ,
আহা ভুল ছিলো বড়ো/মহা ভুল ছিলো।
আল্লাহর সৃষ্টিকে পায়ে দলে,
গদবাঁধা মন্ত্রে মুখো-বোলে।
অহমিকার দৌড়ে কংস নারদ,
স্বর্গটা কাড়াটায় ঝুলছিলো।
ব্রম্মার কৃষ্টিতে নরে ধরে,
ছলকাটা তন্ত্রে দুখো ডোরে।
মরিচীকা মৌড়ে ভিংগ্র গারদ,
ধর্মটা ধরাটায় ভুলনিলো।
জন্মাবর বৃষ্টিতে অহে রহে,
ফাদপাতা যন্ত্রে জুজুপড়ে।
দেহীফারুক গৌড়ে বংস মানব,
মর্মতে মজাটায় সুখএলো।