বন্দের প্রেমে মন মজিয়ে দেখি দারুণ কুদরতি
এপার ওপার নানা ভাষায় বাজে অনন্ত গীতি।
অসীমেতে আছেন যিনি, সসীমেও তাঁহার বাণী
নানান সুরে রঙ মিশিয়ে গেয়ে যাই অর্ন্তযামী।
জন্ম- মৃত্যু সংসার ভেলা, বিশ্বময়ী সঙ্গ লীলা
ভবমাঝে খেলছেন খেলা, আহারে বিনোদ কালা।
মানব ঘুড়ি নিজে গড়ে, আকাশে দেয় ছেড়ে
ভুল হলে সৃষ্টি কূলে লাটাই হাতে বিচার করে।
এ কেমন নিগূঢ় রহস্য, হেথায় কে কার পৌষ্য
পাপ পূণ্যের হিসেব খাতায় সৃষ্টি স্রষ্টার শস্য।
এক সুরুজে কত আলো, কিরণে দেখায় ভালো
দিবানিশি ব্যবধানে আপন মানুষ কৃষ্ণকালো।
পবিত্র সে চন্দ্রজ্যোতি, অভিনন্দিত পূর্ণিমা রাতি
কলঙ্কের দায় প্রকাশিত হয় অমাবশ্যা তিথি।
সৃষ্টিতে মিশে আছে মাটি,পবন,জল হুতাশন
একনিষ্ঠ আরাধনা অহর্নিশি আদেশ পালন।
পানির তলে বিভিন্ন প্রজাতি প্রাণির বসবাস
সবে তোমার রিযিক খেয়ে মিটাই ক্ষুধার আশ।
আবার গর্তে-ডাঙ্গায় আশ্রয়ে, কেউবা উভচর
জঙ্গলেতে পশু-পাখি ভক্ষণে বাঁচে চমৎকার।
বিশাল দেখি বটবৃক্ষ,কোঠরেতে কীটপতঙ্গ
ওরাও নাকি খাবার পাই, কে বোঝে তোমার রঙ্গ।
খাল,বিল,নদী নালা আরো সাগর মহাসাগর
প্রকৃতির ধারায় বহে ভিন্ন রঙের জলাকার।
পাহাড়, পর্বত, গগণ, যমীন কি বৈচিত্র্যময়
সবে নিজের কর্তব্যে,তোমা অভিবাদন জানাই।
বিশ্ব জুড়ে বৃক্ষরাজি ফুলে ফলে প্রকৃতি সাঁজাই
মানব জাতির আহার নিদ্রা সৃষ্টির মাঝে পাই।
ভালো-মন্দ, স্বর্গ-নরক মম কর্তা তো একজন
ধর্মচোরা,দোষধরা সাজে দুনিয়ার মহাজন।
তুমি ডুবাও-ভাসাও, কাঁদাও-হাসাও প্রয়োজনে
ভাঙ্গা গড়ার কেরামতি বুঝি না তোমা দয়া বিনে।
তুমি মহান, পবিত্র দান স্মরি হৃদয় মদীনায়
সেজদায় ধ্যানে, জ্ঞান সাধনে তোমারি প্রার্থণায়।।
I love poems
Thank you my dear.
Thank you so much.