ভবে দিন হতে দিন আসে যে কঠিন
শাহ্ আব্দুল করিম গেয়ে গেল চলে।
বন্দের পিরিতি শিখে দু’পারে স্বাধীন
সুখী রাজা জ্ঞানবাতি মনোঘরে জ্বলে।
বাউল সম্রাট খ্যাত সংগ্রামী মাঝি
দরিদ্রের কষাঘাতে ঈদে নাই ছুটি।
কায়িক শ্রমে সন্তুষ্ট সংসারে গাজী
সুরে তালে মানবতা গীতিকারে খাঁটি।
স্কুল কলেজে না গিয়ে জ্ঞানতরী বাই
টাকা কড়ি,মিছে বাড়ি পারাপারে শূন্য।
মনের ভাষায় পড়ে শ্রেষ্ঠ ডিগ্রি জয়
মানব পাঠশালায় ফলাফলে পূর্ণ।
গানে প্রেম, প্রাণে স্রষ্টা হৃদগৃহে পাই
বাসন্তীর বোঝা পড়া আপন সাজাই।।