জীবন ও জগৎ | গীতিকবি দেহীফারুক | পর্ব ১৫

মোহ মায়ার বাধঁন পেরিয়ে দুঃখজরা ক্লান্ত এড়িয়ে, প্রেমজয় মহাব্বতে নাও জড়িয়ে। ভক্তরে না ফেলিও অপমানে, ভগবানের ভালবাসা ভক্তে জানে, নির্মল শোভনে। জীবনের ঘনঘটা মহেন্দ্র ক্ষনে ইন্দ্রীয়, তন্দ্রীয়, নিদ্রা শয়নে, এসো প্রিয় এসো নিরজনে। বকুলের শাখে কষ্টে কোকিল ডাকে, শেষকাল কালেকলি কি জানি কি হতে পারে। কত দিন রাত দেখা, কোথা থাকে কোথা বাসা, বলিয়া যায় কত কথা, হারায়েছে যাহা। আপনারে জিজ্ঞাসীও জীবনেরী আশা, হে মানব কে দিল প্রকাশ ভাব ভাষা? পরের বোলে বন্দী কাকাতোয়া, ঘুরলে ঘোরে ঘাড়-কাত উরি বাবা, বেশতো স্বভাবের সাজা। জীবন ও জগতে মানব যারা, বিবেক ক্ষুয়াইয়া মরিও না তারা, জাতের মর্গে ডুবিওনা। ঝেড়ে ফেলো আবেগ, জাগ্রত করো মানব বিবেক, জ্বলন্ত জাহান্নাম নাই যার সীমানা। আপন বিবেক আপনার বিধান, তোমার জীবনে তুমিই প্রধান, বিশ্বাসীর নন্দ এক মহান। জাতের হকার দেয় হাক-ডাক, মরলেই পেতে পারো, দেখাই জান্নাতের খুয়াব। পঞ্চরসের খাঁচায় পোষা পাখি, কাঁদো হাসো মাখামাখি, কতই ডাকাডাকি। খাঁচা ছেড়ে গেলে পাখি, খাঁচা হবে মৃত্যু-মুখি, কোথা হতে এসেছিলে অচীন পাখি। প্রাণ পাখি কোথা যায়রে চলি, জিজ্ঞাসীলে কেউ কবে না, লোভে লাভে ঝুলাঝুলি। ওরে অনুমানে বেঈমান হবী, ঈমানে তার দর্শন পাবি, প্রভু আমার জ্ঞানের স্বামী। জ্ঞান হারা প্রাণ হবে জাহান্নাম, জীবনে জগতে তুফান, মনমাঝি হও সামাল। মহা অবক্ষয়ে এসেছে মহাকাল, মনুষ্য শূণ্যে লেগেছে আকাল, জাত-লতায় ধরে মাকাল। জগৎ ও জীবনকাল পড়ন্ত বিকাল, আলো আর আধাঁরে মহারাত্র, সুমন্ত সকাল। দলিল দেস্তাবেদে সাহেব মশায়, জাদরেল হুজুর জাতের গোসাই, দন্ড দাতার মাস্টার মশায়। বয়ে যাক দিন আশায় আশায়, লিখেছি চেতনা খাতায় পাতায়, অনন্ত চেতনা বাংলা ভাষায়। এসেছিলাম আমি প্রাণের চেয়ে দামি, জুটিয়াছে অপমান, কলঙ্ক অপঘাত বদনামী। পাখি আসিয়াছে দেহগায়, খাঁচা তাই প্রাণ পায়, পাখি ও খাঁচায় চলে মাতামাতি। ভালবাসার দোলনীতে পড়েছিলাম পৃথিবীতে, জন্মনিয়ো দেহগায় সুরের মুর্ছোনায়। জন্মেছি জননীর মায়ার গর্ভে, জগতের জাতের জলুনী জ্বলে, পাখির কিজাত সে কে বলে? জ্ঞানের সাগরে স্নান করিয়া কে এলো আদম কলরেতে, সময়ের কাজ দেখো লেহাজেতে। মস্তিষ্কে কার তার কেটেছে, মানব দেহে বিগাড় পশুত্বে, আদম ফেলে ভুবনে মেতেছে। আল্লাহ আদম হয়েছে একই, মিথ্যুকের মউত নগদে ঠেকোই, সত্যের জয় সত্যের মতই। মিথ্যায় মুনাফিক হোক যত বড়ই, স্রষ্টার সৃষ্টির রহস্য পাটশালায়, ক্ষুদ্র তুমি হও ততই। জীবনের চেতনায় ধর্ম ও মর্মের আরাধনায়, চিত্ত চর্চায় চয়নে আপন দেহগায়। অচীন পাখি আসে যায়, প্রাণ পাখির খাঁচায়, কেমনে দেহীফারুক অচেনারে নাগাল পায়।

6 thoughts on “জীবন ও জগৎ | গীতিকবি দেহীফারুক | পর্ব ১৫

Leave a Reply