ঘুরে মরিস আধারে। গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

    গেলো বেলা গেলো রে শোন,
        ঘুরে মরিস আধারে।
    যাবে জনম পড়বে ধরা,
        বেচা কেনার বাজারে।

    ফাদার মাদার সিষ্টার ব্রাদার,
        হাশরের দিন রবে যেই যার।
    খাড়া হলে বিচার বিধান,
        ওজন দে ঈমান রে।

    শশ্মান মাজার তীর্থ দরবার,
        একি আজব গাড়া কারবার।
    ঈমান রতন আদম আমার,
        মহান বাবা কাবা রে।

    গ্রন্থ বিদ্যার বৈদ্য সরকার,
        মনের মানুষ মনে দরকার।
    বেদ্বীনের দিন বেড়া সংসার,
        দেহীফারুক নীড়ে রে।

Leave a Reply