দাড়াই একা। গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

পরাণ আমার নিলিরে,
কেমনে দেখাই বন্ধুরে।
নদীর কূলে দাড়াই একা,
গাথি প্রেম মালারে।
যতনে গড়া এ সংসার,
ভ্রান্তে বিদ্যাপীঠ তার।
এক নিমিষে দেখা দিয়া,
বাড়াইলি প্রেম জালারে ।
লাগলো সাড়া আশারী বুকে,
জাতি হারা হলাম বটে।
কলংকেরী গলে মালা,
তবু পরম পাওয়ারে।
দেহীফারুক তোর আশেকী,
জগত মাঝে কানাকানি।
এরি তোটে চলে বইয়া,
প্রেম রুপালি সে ধারারে।

Leave a Reply