অজান বাতাস লাগলো আসি,
লাগলো আমার গায়।
কি হইতে কি হইছে আমার,
কূল গেলো যে শাঁই।
জন্ম জাত জননী ভরে,
এসেছো এ জীবন পুরে।
কে দিলো জননী এ ভার,
জন্ম উত্তর কেবা দেয়।
ঠেকাই পড়ে আছির বুড়ি,
পায়ে ঠেলে পারের তরী।
বনের পথে বুনো মালি,
মানব মন্দ বলে ছাঁই।
কই বা হাছন লালন তুমি,
ছেড়েছি জাত পেরেষানি।
দেহীফারুক প্রাণে আসি,
ঘুছাও দূর্গা দহে দায়।
অসাধারণ কবিতা
ধন্যবাদ