বলি বলি করে বন্ধু,
বলা হলো না।
আমি যে তোমারী বন্ধু,
প্রেমে দিওয়ানা।
তোমারে বাসিবো ভালো,
মনে প্রাণে আশা ছিলো।
তোমারী বিহণে বন্ধু,
প্রাণে বাঁচবো না।
আমারে চাহিবে যখন,
চরণে পায়িবে তখন।
তোমা হতে মোরে বন্ধু,
না দূরে রেখো না।
তোমাতে আমাতে মিলন,
সুখে রবো সারা জীবন।
দেহীফারুক হবে বন্ধু,
তোরই মোহনা।