কেমন তুমি । কবিতা-গীতিকবি পুত্র দেহীকিশোর।

ভাবি যে মনে আজ,স্বগভীরে বসি নিরালায়।
কেমন তুমি,কে-গো তুমি,কী তোমার পরিচয়?
দেখিবো তোমায় নব সাঁধে,মম চোখে চাইয়া।
খুঁজি হন্যে হরা,দাও দেখা,আপন হইয়া।
জাগে সন্দেহ মনে,পাইবো কি তোমারে জীবনে।
পাইবো কি তোমায়,একান্ত প্রেমে নিরালায়ে।
আপনা মাঝে খুজি আপনে, পাইবো কী তোমারে?
তোমাই কি পাইবো নিজের জীবনে এ যৌবনে।
মোসলেমরা কয়,তুমি থাকো সপ্ত আসমানে।
হিন্দুরা বলে থাকো তুমি, সদ্দুর কৈলাশে।
আমি কয় থাকো তুমি মানব রিদ মাজারে।
নাহি প্রভু,নাহি কভু পাবে, ঐ মক্কা কাশিতে।
তোমার নাহি সেথা বাস,ভন্ডের কি সর্বনাশ
জ্বীনে ধরা মিথ্যাবাজ, না হয়ে আদমের দাস।
মম প্রভু, কেন বয়ে যাওয়া,যত সব ভন্ডামী।
দাও প্রভু, সে নিঃশেষ করে,সব নোংড়ামী।

2 thoughts on “কেমন তুমি । কবিতা-গীতিকবি পুত্র দেহীকিশোর।

  1. আমি বিশ্বাসী করতে পারছিনা,আমার ছোটভাই এত সুন্দর কবিতা লিখছে কেমনে।যায়হোক ভাইয়া তুমি তোমার আব্বুর সুপুত্র তা তোমার কবিতাই প্রমাণ করে।শুভকামনা ও ভালবাসা অবিরাম ভাইয়া।

Leave a Reply