ভণ্ড মুসলমান। গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

ভণ্ড মুসলমান ভণ্ড মুসলমান,
ও কূমিন মুসলমান।
আদমেতে আল্লাহ্ বসে,
দেখাস আসমানে মহান।

যেই মুখ গেলো কুরান গেয়ে,
সেই মুখে বীষ দিলি তুলে।
তঞ্চ কথার সঞ্চনিতে,
তাহার করলী অপমান।

আপন পশু হই না জবাই,
পশু কিনে সাজিস কশাই।
দল বাধিয়া গোলে ঘোরে,
করে পাথরে চুমো দান।

কায়েম সালাত ধিয়ানে হয়,
পড় নামাজী ভবে বেড়াই।
দেহীফারুক কলীকালে,
দেখি কুমীন মুসলমান।

Leave a Reply