মায়াপুরে । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

মায়াপুরে দিলে হানা,হবে তানা নানারে।চলো ফিরে চলরে মন,সবী মিছা মিছিরে। পরের কাতান মায়ার বাতান,ঘোমটার মাঝে খেমটার…

চশমা কিনিও। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

দিনের আলো থাকতে কানা,চশমা কিনিও।লা শারিক আল্লাহ, দীপ্তি তুমি চিনিও। এক আহাদে আসীন তিনি,নবী রুপ তার…

ভাসাইলী জাত কুল। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

মরা গাছে ফুটল ফুল,বন্ধু হইয়াছি আকুল।তোর পিরিতে এই না রীতি বন্ধু, ভাসাইলী জাত কুল। আগুন পানিতে…

আরশী নগর। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

আরশী নগরে বসিয়া বন্ধু,বাজাই বাঁশী অন্তরে।আমার মন হরা বন্দরে,আমার প্রাণ ভুলা অন্তরে। বাঁশীর সুর রুপোকর,রুপোসুর কাঁপে…

বড় আনন্দ। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

বাঁশরী বাজাই,সে যে বাঁশরী বাজাই।প্রাণ নন্দ মম প্রাণ ছন্দ,বড় আনন্দ আনন্দ আনন্দ। ওরে আমি কবি নই,কে…

বিনোদিনী গো। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

বিনোদিনী গো, মোর মরমের প্রিয় সখা।তোমারী বিহনে এই বনতলে,গাথী বনফুলে মালা। যেতে যেতে পথে,চাঁদ মুখ হাসে।ফুল…

নিতাই নেঁচেছে। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

দোদুল দোলনায় নিতাই নেঁচেছে,মৃদুল মমতায় হৃদয় ফেঁপেছে।কুল হারা ও কুলের পতী,নয়ন মেলেছে। বাগ বাগিচায় ফুল আর…

কবিতা | দেহীফারুক | লেখক | কবি বাসন্তী |(সনেট কবিতা)

আদমেতে স্রষ্টা মিশে একত্বের ছফি,গানের মানুষ দেহী, আত্ম তত্ত্বে জ্ঞাণী।আধুনিকে আবির্ভূত বিজ্ঞ গীতি কবি,আত্মশুদ্ধি শতকরা অনন্তেরী…

ও জাতি। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

ও জাতি তোদের আমি না,তোরাও আমার না।যাতের যেখানে ছুটি,দেহীফারুক সেথায় খুটি। মুসলিম গেলো মসজিদেতে,হিন্দুর পূজা মন্দিরেতে।খ্রীস্টান-বৌদ্ধ-গীর্জা-প্যাগাডায়,আমার…

কেমনে কহিবো। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

জনমে জনমে তোমারে,আমি ভালো বেসেছি।মরিয়া অমর কেমনে কহিবো,তব নাম সুর গেথেছি। যুগে যুগে সমাচার,কলিকালে অবতার।মহাযোগে মন…