দুঃখ সুখে । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

দুঃখ সুখে দেহীফারুক,বইয়া চলি।প্রাণ নামেরী সুখ পাখিটার,আমার কে দিলো বুলী। কেও বা ভাবে ঘাটের মরা,কেউ সুখে…

আদম শ্রেষ্ঠ । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

আল্লাহ ছাড়া সেজদা হারাম,দেখো কুরআনেতে লেখা।ঐ রে মুমিনেরী কলবেতে,আরে আল্লাহ থাকেন যথা। আদম ছেড়ে ভুগোল সেজদা,হারে…

মহিমা গীতি । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

বাক্য কর্ম করো মঙ্গলময়,আমার হরতা প্রেমময়।তোমারী মহিমা গীতি,জীবে যেনো কল্যাণ হয়। পথ ভুলার পথ দিশা,তোমারী করুণার…

মানব রুপ । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

মন চলো যাই আপন দেখিতে,,মন চলো যাই নিজকে চিনিতে।কি রুপে করছো বসত,মানব রুপ এই ঘরটিতে। প্রভাত…

নয়ন মেলে । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

বেশতো খেলা জইমা গেছে,আমার হর্তাহ নামের ঐ পরশে।কে দেয় থাবা কে খায় থাবা,নয়ন মেলে দেখনা এসে।…

মনের মতো । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

আমায় তুমি সাজিয়ে নিও,তোমার মনের মতো করে।ঐ ধুধু বালুচরের উপর,হৈ হৈ মরিচীকা উড়ে। আকাশ ছুয়া স্বপ্ন…

বাইস্কোপ। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

হায় রঙিলা মন মোরী নিহারে,কি চমৎকার দেখা গেলো আহারে।হায়রে মজার বায়স্কোপ,কে দেখাই দিলো আমারে। উজান গায়ের…

দুঃখের দুখী । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

মন আমার কেউ না হবী,তোমার দুঃখের দুখী।নিজের মাঝে সব আয়োজন,হতে পারো সুখের সুখী। এই মিশ্রিত মৃত্তি…

কারীগর । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

কেমনে সাজাইলা বন্ধে এইনা মাটির ধড়,বন্ধে ঐ না বাসর ঘর।পরাণ আমার হরীলে বন্ধে,হইয়া কারীগর। দেখাইলা বুঝাইলা…

যদি পারো । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

যদি পারো আবার ফিরে দেখো,যদি পারো আবার ভেবে দেখো।নীড়ে বাধা পাখি তোর,তুমি কারে ভালবাসো। দেখনা যাতনা…