উইড়া গেলো বই,
খুজিস আকাশে কে ঐ।
জল সেচিলে ধরতে পাবি,
ডুবার জলে কই।
দানবে রক্ত চেটে খায়,
মানবে ভালবাসা চাই।
তত্ত্ব কথা কইবো কারে,
কে শুনিবে সই।
ধুইলে কয়লা সাদা নয়,
সাধনে সবে সাধু নই।
আত্মতথ্য দ্বীনের পথ্য,
সে পেয়েছে মই।
সবুরে সভ্যসূফী হই,
চাহিলে হবে পরাজয়।
তব ইচ্ছা দেহীফারুক,
তাই গেয়েছি ঐ।