আদম রহস্য। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

আল্লাহ গঠলেন আদম রহস্য,
সেজদার আদেশ তার জন্য।
আদমেরী জন্য হাওয়া,
জয়মা হলো প্রেম ধন্য।

করলে আদম তার মেহমান,
সকল সৃষ্টি এক মহান।
ফেরেস্তা জ্বীন পরে অবতার,
হিংসাকারী হয় বন্য।

বললে আদম হলে জ্ঞান বান,
কেউনা রবে তাহার সমান।
রাজ্য প্রজা আনলে সরকার,
হলে আদম ঐ অনন্য।

দেখলে আদম যায় পেরেষান,
দেহীফারুক গাই গুণগান।
স্বর্গ নরক এই পরিস্থান,
কেউ না হবে তার তুল্য।

Leave a Reply