আপন চিহারায় । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

দুই হাতেরী কামাই,
আপন চিহারায়।
বাপ বলো আর ভাই বলো,
মা বলো আর বউ বলো।

আজ গেলো বার কাল গেলো,
মাস গেলো বা সন গেলো।
যায় রে ওদিন যাই,
আবার ফিরে আয়।

দেশ পেলো আর দশ পেলো,
জাত পেলো না মত পেলো।
নাইরে ও তোর নাই,
মইলে বাসি হয়।

পথ নিলো আর ঘাট নিলো,
মাঠ নিলো না মঠ নিলো।
ও দেহীফারুক কয়,
বাইরে কোথা পাই।

Leave a Reply