আপন স্বভাবে বান্দা রবে মন,
যাপন জগতে আন্ধারী নয়ন।
ঝাড়গে স্বভাব দেখতে পাবি,
ওরে আপনার আপন।
প্রবৃত্তি তোর চিত্র কানা,
সুবৃত্তি হয় তানা নানা।
ভজন সুরে নাচা গাওয়া,
মানব জীবন হে মোহন।
পচনে তোর মিথ্যা আশা,
জনমে তার পাবো দেখা।
করণ গুণে আসা যাওয়া,
আদল বদলের মরণ।
আবৃত্তি হই সর্বনাশা,
না বুঝিলে আপন দশা।
দেহীফারুক দিলে ধাওয়া,
রাবণ করবী কী এখন।