জানি তো আঁধার হবে ভোর,
আসিবে আসমানী খবর।
হারে রে রে ঢাকের বাড়ি,
পালাবে রে চোর।
বে দ্বীনের বাঞ্চা হবে ঘোর,
খেলেছেন কুদরতী সফর।
নিজেই নিজের জন্যে দানব,
দেখিয়া ভাবনা পেলো মোর।
ইললীনে বিশ্বাসীর প্রণাম,
একীনে মিলিবে মেহমান।
সিজ জীনে অগ্নি যে উত্তাপ,
ভাসিয়া জাসনা পুড়া তোর।
আয় দ্বীনে মনেরী আবাস,
বাহিরে তর্কে কু-প্রভাব।
দেহীফারুক চিনগা নাগর,
বাধিয়া সঙ্গ পাঁচ প্রহর।