রুপ দেখাইয়া পাগল করলে,
মোর মনের আয়নাতে।
কবে দেখা হবে রে বন্ধু,
ও বন্ধু তোমারী সনে।
কখন আয়নায় মুখটি রেখে ও বলে ছিলে হেঁসে,
অবোধ আমার দরদ ওরে দেখ এবার মেখে।
দরদ মেখে হইলাম বুঝি,
এই কূলহারা জগতে।
হঠাৎ যখন ছিলাম কাঁদতে ভেবে দিশার শেষে,
আমায় আপন কইরা নিতে হাত ধরিলা এসে।
সেই যে তুমি কোথা গেলে চলি,
সেই রেখে দুর দেশেতে।
হঠাৎ এমন দেখা গো করলে কোন না ভালবেসে,
দেহীফারুক পাগল গো হইলে ও তোমারী মায়াতে।
বলি তোমার বিনয় গো করি,
নাও আমারে নাও সাথে।