
দীর্ঘ দিনের স্লোগান,দীর্ঘ দিনের আশা
ও আমার প্রেমময় বাংলা; বিদ্রোহী ভাষা।
বায়ান্ন,ঊনসত্তর ও একাত্তরের কথা
স্মরণ করি আহা! এখনো লাগে প্রাণে ব্যাথা।
বাংলা আমার প্রিয় মায়ের মুখের বুলি
বাঁচাতে গিয়ে খেয়েছি কত বন্ধুকের গুলি।
দিয়েছি রক্ত আমরা কত যে ভাই
সালাম, বরকত, রফিক জব্বার
বিনম্র শ্রদ্ধা; স্মরণ করি সদায়।
রক্ত ক্ষয় নাই কোন ভাষার জন্য
বলি বাংলা আমার বিদ্রোহী ভাষা
বিশ্ব জুড়ে আজ সবার কাছে ধন্য।
ভাষার জগতে সাড়ে তিন হাজার
তার মধ্যে বাংলা ভাষার সুনাম
অর্জিত হয়েছে আজ বিশ্ব বাজার।
হয়েছে সাহিত্যিক, দার্শনিক, শিল্পী
পেয়েছে নোবেল পুরস্কার কত।
আরো দিয়েছে খেতাব বিশ্ব কবি
রবীদ্রোনাথ ঠাকুরের কথা যতো।
অনন্ত জনমের বিদ্রোহী নায়ক
শ্রেষ্ঠ ভাষা সৈনিক কাজী নজরুল।
বাংলা ভাষার জন্য লড়াকু গুরু
শ্রদ্ধার সাথে ভজে শিষ্য এনামুল।
মহান আধ্যাত্নিক পুরুষের আসা -যাওয়া
সুর সারথী হাছন, লালন সত্য পাওয়া।
আধুনিকে বাউল সম্রাট আব্দুল করিম
বন্দের মায়ায় মন মাতানো বাংলা সিম।
এত গুনিজন পতাকা তলে পেল আশ্রয়
ইতিহাসে বাংলা মানচিত্র পৃথিবীময়।
একাত্তরের মুক্তির নায়ক শেখ মুজিব
বিদ্রোহী কণ্ঠে এখন বিশ্ব করিলেন জয়।।
Love my Country, Love kazi Najrul Islam, Robindronath Togoure,Lalon shaygi
Love my Country, Love kazi Najrul Islam, Robindronath Togoure,Lalon shaygi