মল ময়দা ঘাটা দাঁড়কাক, তার ভাবনা পরিছন্ন মহারাজ,
বেয়াদবের গলে আদব মাল্য,জাহেল খুনীদের ধর্মরাজ্য।
সংগীতালয় হই গীর্জা মন্দির,নারদ নাসারা স্ট্যুপিড কূমীন।
গান বাজনা যারা কয় হারাম,তারা মানবতার নিকৃষ্ট বিয়ারাম,
দানবের দানব বলা নই অপরাধ, চরম সত্যের এটাই বহিঃপ্রকাশ।
আলিফ লাইলার হায়রে কি কাণ্ড,মিথ্যার সমাহার মস্তবড় ভণ্ড,
বাংলার লালন মোর মহানন্দ, জাতে লাথি দিয়ে হয়েছি অনন্য।
লুটের যুদ্ধ মাল গণিমত পণ্য,পিতার বাড়ি বাগান ফারাজ গণ্য!
জাহেল শিক্ষাই শিক্ষিত জঘন্য, মানবের এ কথা তোমাতে নগন্য,
বেধর্মীর কর্ম ধ্বংস করো ভগবান,আর না মানবের কোন অপমান।