কত রাজা এলো গেলো হাসন অনন্ত
রাজার রাজ্যে না মজে খুঁজিল অরণ্য।
মানবের হৃদ গৃহে এখনো জীবন্ত
দালান,কোঠা, প্রাসাদ অতীব নগণ্য।
স্বশিক্ষায় আত্মজ্ঞাণী সুদর্শন মদ্দ
পাগড়ি, গোঁফে মুখশ্রী নন্দ চাঁদে আলো।
বিলাসিতা ছুঁড়ে ফেলে স্রষ্টা প্রেমে মত্ত
হাসন সেই কানায় গানে গানে বলো।
রাজ্য চালনায় ফিরি হাসনের বেশে
দল মত নির্বিশেষে একাত্মতা গায়।
প্রজার খোঁজ খবর নিয়েছে সদায়
জাগো হে বীর বাঙালি সত্য নীতি দেশে।
মরমী আদর্শ কভু ভুলি নাকো প্রিয়
বাসন্তীর প্রার্থণায় মানবতা শ্রেয়।।
উৎসর্গঃ গীতিকবি দেহীফারুক ।
আন্তরিকতায়ঃ ইনামুল হক (কবি বাসন্তী)