সত্য জয়ের পথটি ফেলে, আটকে গেলে নিরেট মিথ্যা ভুলের জালে। কালের দশায় চোখ রাঙিয়ে, দিচ্ছে থাবা মরছে মরণ মারনাস্ত্রে। ছুটছে বায়ু, পুড়ছে আগুন, সময় এলো বুঝলে ভাই নয়দুয়ারে। লোভের পাহাড় ত্যাগ করিলে, সত্য হর্তাহ তোমার নেবেন পাশে। আমিত্ব যার বধ হইয়াছে, সত্যানন্দ প্রভুর রঙ সেই বুঝিবে। সভ্য ন্যায়ের প্রেমিক প্রেমানন্দ, তবেই তোমার শ্রেষ্ট জীবনান্দ। ঈশ্বর প্রেমের মোহন মিলন, নাই অতৃপ্তি আতৃপ্ত চিরন্তন। কি অপরুপ হইযে জীবন, মিলন সুধা বয় আজীবন। কাহার দানে ভাবলে জীবন, কী মহিয়ান করলেন যা সৃজন। কাছের মানুষ দুরের দেশে, ঘোড় সাওয়ারীর তঞ্চ কথার বাধাই পড়ে। জীবন নদীর জন্ম জলে, নিজ বোধে নাই, বেত্তমীজ শুনে বলে। এমন বচন না হইবে মিছে, জীবন ও জগৎ জন্মেছি সেইতো কেঁদে। সুরের গগন দহন ফুড়ে, ঈশ্বর সুরেশ্বর শান্তির জয় জয়গানে। জাত বিজাত যাওনা দুরে, গীত গেতেছি এই মানব অন্তরে এসে। অন্তর্যামী অন্ত পুষ্পা-চন্দন, দলে মতে সরোগল জাতের বন্ধন। জয়ের প্রেমের সাধন, প্রেমহীনার জীবন পশুত্বে যাবৎ জীবন। কি নিদারুন লিপিকার ছল! গাধাই খাইলে ঘুলাইলা পিপাসার জল। মেঘের দলে যাই ভাসিয়া, বাতাস বুকে হরেক রঙে পেখোম মেলিয়া। দেখোনি তুমি কি মহিমা, প্রভু গড়িয়াছে নিখিল বিশ্ব তোমারে আমারে। থাকলে প্রেমে নিত্য ধীয়ানে, প্রেমের হে শুভক্ষণ মহামিলনে টানে। জীবন জয়ের স্বস্তি মেলে, এই না জীবন ব্যার্থ হলে সমুলেতে কষ্ট নেবে। সুখের জীবন হই খাসা যেমনি, দুঃখের জীবন পায় নরকে খরা তেমনি। প্রেম প্রিরিতির মহান রীতি, ঈশ্বর প্রেমে হওগো নশ্বরের ত্যাগী। তাহার স্বস্তি হারা জীবন, হবে পেরেষান, জন্ম মৃত্যু নিয়ম বিধান। পূণ্যের জীবন মহামান্য প্রাণ, আদম হলেন সর্বেসর্বা, আদম জ্ঞানবান। বোঝার মাঝে বেজাই ফারাক, ভুল বোঝাতেই সময় সাবাড়, খাই কাচ্ছি কাবাব। নাস্তানাবুদ মস্ত বেকুব, উল্টো পথে চলে, কলিকাল ধর্মে অসুখ। বেশতো দেখা যাবে এবার, মরমে কার সত্য বাহার, কে মিথ্যা মরীচিকার। আল্লাহ মহান গগনে পবনে তারা আর জমিনে, তুমি আমি তার প্রমাণ। জীবন ও জগৎ ভাষাদেশ যত, একই প্রভু নাম জপ কত, হও মনোনিত।
জীবন ও জগৎ | গীতিকবি দেহীফারুক | পর্ব ১১
6 thoughts on “জীবন ও জগৎ | গীতিকবি দেহীফারুক | পর্ব ১১”
Leave a Reply
You must be logged in to post a comment.
পুথিবিদ্যায় শিক্ষিত হয়ে এ কথা বুঝা সহজ নই।অসাধারণ লেখনি।
ধন্যবাদ প্রিয়
“সুখের জীবন হই খাসা যেমনি, দুঃখের জীবন পায় নরকে খরা তেমনি” অসাধারণ বাণী
গীতিকবির সাথে থাকায় অফুরন্ত ভালাবাসা রইল।
Sir…how can you say so many things,,,in some few words??? I mean to say that… It’s not possible to discribe or say something so easy like you… You must be Good gifted 😇😇😇
Thank you so much for being with Farukgiti.
Best wishes for your valuable comments.