কই গেলা কই গেলা বন্ধে রে,
বন্ধে কই গেলা।
দেহীফারুক বাঁচে বন্ধে রে,
বন্ধে তোর লাগিয়া।
গেছোরে বিচ্ছেদে ছাড়ি,
আহারে প্রাণনা মরী।
মহা কর করণী হে,
মোর প্রান্ত ছুইয়া।
কতনা জন্মের পাড়ি,
তোমারে না ভুলি আমি।
দহমর মরুনী যে,
মোর ক্লান্ত হিয়া।
দিছো সে ইজ্জতে বাড়ী,
বাহারে মানো না তোরী।
মহাময় মারমী গোঁ,
মোর অন্তর দিয়া।
তোর লাগিয়া।গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।
2 thoughts on “তোর লাগিয়া।গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।”
Leave a Reply
You must be logged in to post a comment.
চমৎকার লেখনি দরদী।
ধন্যবাদ মাই ডিয়ার সন