মন আমার কেউ না হবী,
তোমার দুঃখের দুখী।
নিজের মাঝে সব আয়োজন,
হতে পারো সুখের সুখী।
এই মিশ্রিত মৃত্তি পাবন,
আঠারো মুকুলের ভ্রয়ণ।
কায়া তরুবর পাঞ্চবী ডাল,
পইঠা হলে জীবন মুখী।
সেই চিত্রিত চিত্ত সাধন,
চিতার আগে হও চেতন।
মায়া মোহকর চাঞ্চলী কাল,
উইড়া যাবে নিঠুর পাখী।
হই নিদ্রিত নিদ্রা যাপন,
কেনো গো দেখিলাম স্বপন।
সুরা সুধাস্বর অঞ্জলী তাল,
দেহীফারুক পরাণ বধী।