পারো তুমি। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

পারো তুমি সবী পারো,
মরারে জীবনী গড়ো।
দেহীফারুক ভিজে গেছে,
তোরী জোছনায় গো।

কাহারে বিজাতির বলো,
ফলাফলে দেখা যাবো।
নিকটে পড়িবে ধরা,
বিজাতির গোঁসাই গো।

বাহারে নিয়তির আলো,
ঝকে মকে আভা পেলো।
অচীরে লাগিবে শুভা,
হে মানব সেথায় গো।

আহারে পিঞ্জিরা ছিলো,
চলা চলে জানা হলো।
প্রাণ পাখি থাকে বাধা,
খাছলতি যেথায় গো।

Leave a Reply