আপন খেলা আপন ভেলা,
আপনারি জনম ধরা।
আপন আদম প্রেমে প্রভু,
গড়িয়াছেন এই দুনিয়া।
আদম সফীর আদ্য কথা,
জানলে নারে আদম কেঠা।
আদম রুপ তার মুলে আঁকা,
আদম মাঝে খুদা ছায়া।
আমার মিথ্যা ভেদ ফেলিয়া,
দেখ রে প্রেমে ডুব পাড়িয়া।
সেজদাহ্ ছেড়ে ইবলিশ জেটা,
শরীক পাপে পড়লো বাধা।
আদম তথ্যের ইতিকথা,
আদমী ছাড়া বুঝার কে বা।
আহাদ রুপে পূর্ণ হরা,
দেহীফারুক তার দামামা।