দুনিয়া স্বপ্নচারী,
আমার আমার ভুল।
বিবেকের আদালতে,
চেয়ে দেখ কে বসে নির্ভুল।
কারে তাড়ায় এ বাদশাহী,
কারে ভাবিস রে পর তুই।
পড়িছে পড়বে ধরা,
বেধেছে ভবেরী ষোড়জোল।
সারে যাহা এ মাস্তানী,
বারে তাহা সে নাম নামী।
মরিছে মরবে মরা,
লেগেছে আখেরী হট গোল।
দ্বারে আমার দেখনা চাহি,
মারে করেছে কে ননী চুরি।
পচিছে পচবে পচা,
এসেছে ফারুকগীতি বল।
ঘটনা ঘটায় না,ঘটে যায়।
ধন্যবাদ
Fantastic ,,, writing…..
I feel honored … 😊😊😊
thanks for comment