বড় ভাবতে লাগে অবাক,
তুমি ছাড়ছোনি কু স্বভাব।
স্বভাব ঝাড়ার বিধান পেড়ে,
তুমি তর্কে মারো জবাব।
গাধায় খায়তে গেলো জল,
নেমে এলো কর্ম ফল।
স্বচ্ছ জলকে থাবা দিয়ে,
ঘোল খাওয়া তার স্বভাব।
মাথায় জলৎ জমা কর,
লেগে গেছে গুনা ঝড়।
তুচ্ছ বিষয় বড় ভাবে,
বুঝ পাওয়া যার অভাব।
এথায় জাতের কোলাহল,
পাবে হানিহানির ছল।
শান্তি মঠে দেহীফারুক,
ওরা অশান্তিরী নবাব।