মরা দেহ জড় বস্তু,
কাঁদিস না মন সই।
প্রাণ পিঞ্জিরা ছেড়ে পাখি,
কোথায় গেলো কই।
যাবার পাখি যাবে চলে,
মায়া ছায়ার বাধন ফেলে।
পালা বদল ঢেউয়ে পড়ে,
জীবন মৃত্যু হই।
গাবার পাখি গাবে ওরে,
চির চেনার আপন সুরে।
বাউলা বলে মুখ ফিরালে,
কাঁদন শেষে কই।
বাঁচার পাখি বাঁচে ধড়ে,
দেহীফারুক চেতন হরে।
অন্তর পাখি থাকতে তারে,
যতন করো সই।
চমৎকার লেখনি
অসংখ্য ধন্যবাদ প্রিয়
Wooooow…
What a nice thought…
Excillent writing … Meet lt up…
thanks my dear