মসজিদে আযান । গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

    আপনার মসজিদে আযান দিতে আয়,
        আপনার মসজিদে নামাজ পড়ি আয়।
    জায়নামাজে মন সাজাইয়া,
        অচীনকে বাঁচাই ওরে অচীনকে জাগায়।


    হলে পরে মসজিদ গড়া,
        কাবা দিক তোর হবে জানা।
    সেজদা দেরে সব লুটাইয়া,
        এ জিন্দা মুক্তি নাই।

    চিনো ইমাম ধর ফিকিরী,
        মুয়াযিনের আযান শুনি।
    বাকাই দেখেক লেজ লোভনী,
        আযান কানে লাগে নাই।

    ছাড়রে মন এই দুনিয়া,
        ভ্রান্ত তোমার দেহ মায়া।
    দেহীফারুক বলে দেখা শোনা,
        সেই নামাজ কে পড়ায়।

Leave a Reply