আমার মোহন বাঁশি বাজেনা,
শ্যাম কালা চাঁন আসে না।
কি খেলা খেলিছো বসি,
শ্যাম আর ললিতে নিতাইরে,নিতাইরে।
আমার বেজায় দিলো যাতনা,
ঘোর কলির এই রটনা।
চরণ সত্য সাধনা সত্য যুগের ভজনা,
চোরের মায়ের বড় গলা পড়ছি ফাপারে।
তোমার বিনা তারের ঘটনা,
দেখি আপন ঘরে জোছনা।
গণক করে গণনা কার ভিতরে ছলনা,
ভুতের মাসি চোর ছে চরা অথৈ বিপাকে।
সবার ভূবণ গায়ের গহনা,
এ জাত কুলমান অহনা।
দেহীফারুক নিজ চেনা চিরসত্য সাধনা,
পরের কথায় বাসরেতে ঝুলছে তালারে।