যদি পারো আবার ফিরে দেখো,
যদি পারো আবার ভেবে দেখো।
নীড়ে বাধা পাখি তোর,
তুমি কারে ভালবাসো।
দেখনা যাতনা ঝোপ,
ধরো পাখি কারি ঝোক।
পর বোলে মুখবলা,
তুমি কারি কথা পড়ো।
বিষয় বাসনা রোজ,
করো পাখি তারি খোঁজ।
কার সাজে সাজ চুরা,
তুমি কারি সাজ সাজো।
নেশায় রসনা ভোজ,
খাও পাখি কারি ভোগ।
দেহীফারুক কে হরা,
তুমি কারী নাম জপো।