সুরে সৃষ্টি। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

জানো কিবা মানো নাই,
হবে হবেই পরাজয়।
সুরে সৃষ্টি সুরে বিনাশ,
সুরেশ্বরের জারী গায়।

একবার তাকাও ডানে বামে,
সবাই অনিশ্চিত ফাঁদে।
মোহ নদী পারা বারে,
সুরের বিকল্প যে নাই।

দেখ ভাল বিষয় জানে প্রাণে,
বৃথায় মরা স্বপ্ন বনে।
দেহতরী কারা গারে,
সুরের অদৃশ্য মিঠায়।

দেহীফারুক সুরেশ স্বরে,
বাওলা নাচে স্বর্গ পুরে।
ভেদ জাতি ছাড়া ছাড়ি,
সাধক লালন মোহনায়।

2 thoughts on “সুরে সৃষ্টি। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

Leave a Reply