হাছন রাজার গোঁফ – অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক

হাছন রাজার গোঁফ
আমার হাছন রাজার গোঁফ।
গোঁফের কোঁণে হাসিয়াছে
ঐ ঐ পূন্যেরী ঝলক।

গান গাবো আর কি গান গাবো
সুরে সুরে জড়িয়ে নেবো।
ঘোর তামাশায় জাতের সমাজ
ছৈ ছৈ আসমানী তলক।

মার পোড়া নই মাশির পাড়ো
পর ভাষাতে ঝোপুই পাড়ো।
দ্বীন দরদীর/দিল মরমী ববে আমার
হৈ হৈ বাংলারী সাধক।

ভাব কবো আর কি ভাব কবো
ভাবের ঘরে সুভার এলো।
মোর মনুরা দেহী ফারুক
বাঁকা চাঁন্দেরী ফলক।

গীতিকার: গীতিকবি দেহী ফারুক

2 thoughts on “হাছন রাজার গোঁফ – অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক

Comments are closed.